Main Menu

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ’টেক্সটাইল ডে’

রুদ্রবার্তা প্রতিবেদক॥ অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বনানী সিটি ক্যাম্পাসে গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় ’টেক্সটাইল ডে’ উপলক্ষে র‌্যালী ও ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম খানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক ড. আনোয়ারা বেগম এবং বিশেষ অতিথি হিসেবে এশিয়ান টেক্সটাইল মিলস্ ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান হারুন অর রশিদ উপস্থিত ছিলেন। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য গোলাম সারোয়ার কবির, জোনায়েত আহমেদ, শাহ্জাহান মোহাম্মদ মহিউদ্দিন, ট্রেজারার ড. রফিক উদ্দীন আহমেদ, রেজিস্ট্রার মোঃ আব্দুল কাইউম সরদার, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসার মোঃ জাকির হোসেন, টেক্সটাইল বিভাগের এ্যাডভাইজর প্রফেসর ড. মমিনুল ইসলাম।  আলোচনা সভায় বক্তারা বলেন, টেক্সটাইল সেক্টর বাংলাদেশের অর্থনীতির যুগান্তকারী পরিবর্তন এনেছে। টেক্সটাইল একটি বাস্তব ধর্মী শিক্ষা ব্যবস্থা। সততা এবং কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে একজন টেক্সটাইল কর্মী তার নিজের দেশের জন্য গুরুত্বপূর্ন ভূমিকা রাখতে পারে। টেক্সটাইল সেক্টর নারীদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ন ভূমিকা রাখছে। এশিয়ান টেক্সটাইল মিলস্ লিঃ অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য ইন্টার্নির সুযোগ করে দিবে।#

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘২য় সিন্ডিকেট মিটিং’

রুদ্রবার্তা প্রতিবেদক॥ অদ্য ২০ এপ্রিল ২০১৭, বৃহস্পতিবার বিকাল ৩:০০ টায় অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বনানী সিটি ক্যাম্পাস সম্মেলন কক্ষে ’একাডেমিক কাউন্সিল-এর ২০১৫-২০১৭ মেয়াদের ২য় সভা’ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম খান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের ২য় সমাবর্তনে চ্যান্সেলর এ্যাওয়ার্ড ও ইঙঞ চেয়ারম্যান এ্যাওয়ার্ড প্রদানকারী ছাত্র-ছাত্রীদের নামের তালিকা চুড়ান্ত করা হয়। সভায় উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ড. আনোয়ারা বেগম, একাডেমিক কাউন্সিল ও বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য প্রফেসর ড. মোঃ শাহীন খান, সিন্ডিকেট কর্তৃক মনোনীত একাডেমিক কাউন্সিল সদস্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ (লোক প্রশাসন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), অধ্যাপক গুলশান আরা লতিফা (প্রানীবিদ্যা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), সকল অনুষদের ডীন, বিভাগীয় প্রধান ও রেজিস্ট্রার প্রমুখ।