Main Menu

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেটের ৪র্থ সভা

রুদ্রবার্তা প্রতিবেদক॥ অদ্য ২২ এপ্রিল ২০১৭, বৃহস্পতিবার অপরাহ্ন ২:৩০ মিনিটে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বনানী সিটি ক্যাম্পাস সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ২০১৫-২০১৭ মেয়াদের ৪র্থ সভা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম খান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের খসড়া সংবিধি-২০১৭ এবং বিধিমালা-২০১৭ এর উপর দীর্ঘ আলোচনা শেষে কতিপয় সংশোধনীসহ অনুমোদন দেয় হয়। গত সভার পরে নিয়োগ প্রাপ্ত শিক্ষক ও কর্মকর্তাদের নিয়োগ অনুমোদন করা হয় এবং আগামী ১৫ মে ২০১৭, তারিখ অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয়ের ২য় সমাবর্তনের প্রস্তুতি সম্পর্কে অবহিত করা হয়। সভায় উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ড. আনোয়ারা বেগম, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. রফিক উদ্দীন আহমেদ, শিক্ষামন্ত্রণালয় কর্তৃক মনোনীত প্রতিনিধি জনাব এ.কে.এম জাকির হোসেন ভূঁইয়া, অতিরিক্ত সচিব, শিক্ষা মন্ত্রণালয়, অত্র বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ সেকুল ইসলাম, ব্যবসায় প্রশাসনের চেয়ারম্যান জনাব মোঃ মহসিন, রেজিস্ট্রার মোঃ আব্দুল কাইউম সরদার প্রমুখ।