Main Menu

শরীয়তপুর বিচার বিভাগের জাতীয় শোক দিবস পালন

রুদ্রবার্তা প্রতিবেদক ॥ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর ৪২ তম শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস- ২০১৭ পালন উপলক্ষ্যে শরীয়তপুর জেলা জজশীপ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর পক্ষ থেকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ এহ্সানুল হক এর নেতৃত্বে গত ১৫আগস্ট মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির পিতার প্রতিকৃতিতে সকাল সাড়ে ৯ টায় পুষ্প মাল্য অর্পণ করা হয়।
এ সময় শহীদ মিনারে আরোও উপস্থিত ছিলেন, এইচএম শফিকুল ইসলাম, বিচারক (যুগ্ম জেলা জজ), ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, মোঃ মনিরুজ্জামান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, বেগম মুক্তা রাণী, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, জনাব শামছুল আলম, সহকারী জজ, জনাব আব্দুস সালাম মুন্সী, ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা, জেলা জজ আদালত, জনাব উত্তম কুমার দেবনাথ, প্রশাসনিক কর্মকর্তা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, কমল চন্দ্র সরকার, নাজির, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও মোঃ নাসির উদ্দিন, নায়েব নাজির, জজ কোর্ট এবং জজশীপ ও ম্যাজিস্ট্রেসীর সকল কর্মচারী।
এর পূর্বে জেলা জজশীপ ও ম্যাজিস্ট্রেসীর পক্ষ থেকে শোক র‌্যালিটি শরীয়তপুর জেলা জজ আদালত হতে যাত্রা শুরু করে শহরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছায়। পরবর্তীতে উক্ত দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে জজশীপ ও ম্যাজিস্ট্রেসীর কর্মকর্তাগণের উপস্থিতিতে কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর বাদ জোহর জেলা জজ আদালত জামে মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হয়।