আদালতের রায়ে সরকার চিন্তায়

আজ কলকাতা উচ্চ আদালতের রায়ে এই রাজ্যের তৃণমূল সরকার চাপেই পড়ে গেল।

আজ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় SSC মামলায় রায় দান করেন, তিনি জানান ববিতা সরকারকে অবিলম্বে অঙ্কিতা অধিকারীর শূন্য পদে বহাল করতে হবে। আগামী ২৭ শে জুন ববিতাকে নিয়োগপত্র দিতে হবে এবং ২৮ শে জুনে পর্ষদকে সুপারিশ পত্র পাঠাতে হবে। আগামী ৩০ শে জুন ববিতা সরকারকে কাজে নিযুক্ত করতে হবে। অঙ্কিতা অধিকারী যেদিন থেকে জয়েন করেছিলেন সেই দিন থেকেই ববিতা জয়েন করেছেন বলে ধরে সমস্ত সুবিধা ববিতাকে দিতে আদেশ দেন। এছাড়াও অঙ্কিতার জমা দেওয়া প্রথম কিস্তির টাকাও দিতে হবে।

এই রায়ে কার্যত খুবই খুশি হয়েছেন ববিতা সরকার তার এতোদিনের লড়াইয়ের সার্থকতায়। তবে টাকা প্রসঙ্গে তিনি জানান এটা আমি ভাবিনি তাই এই টাকা আমি সমাজের উন্নতির কাজেই দিয়ে দেবো।

এ প্রসঙ্গে উল্লেখ্য এই মামলায় জড়িয়ে থাকা অঙ্কিতা অধিকারী এই রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা।

এই রায় দানের পরেই কিন্তু সরকারের উপর চাপ বাড়বে কারন এবার সাধারণ মানুষ বুঝবে যে অন্যায়কারী যেই হোক তার সাজা হবেই। ফলতঃ এই রাজ্যে দুর্নীতির সাথে জড়িয়ে থাকা সবার বিরুদ্ধেই মুখ খুলবে সাধারণ বঞ্চিত মানুষ।

কমেন্টস করে জানান আপনার মতামত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here