আজ সারা দেশের বিভিন্ন রাজনৈতিক নেতাদের মুখে একটাই চর্চার বিষয় আর তা হলো CAA ( Citizens Amendment Act) । যেহেতু আজ দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, দিল্লিতে শিখদের একটি ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য রাখার সময় CAA প্রসঙ্গ আনেন।

এরপর থেকেই গোটা দেশে বিশেষত আমাদের রাজ্যে এ বিষয় নিয়ে নানারকম আলোচনা শুরু হয়েই গেছে।

প্রসঙ্গত উল্লেখযোগ্য, এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী প্রথম থেকেই CAA প্রসঙ্গে তার অবস্থান স্পষ্ট করে দিয়েছিলেন, যে তিনি এই রাজ্যে কিছুতেই CAA করতে দেবেন না।

আপনাদের মনে আছে নিশ্চয়ই CAA বিরোধিতা করতে গিয়ে এই রাজ্যের এক শ্রেণীর মানুষের ট্রেন জ্বালানো, বাস ভাঙচুর, অবরোধ এইসব করে রাজ্যবাসীকে চরম দুর্ভোগের মধ্যে ফেলেছিলেন।

আজও এই রাজ্যে তৃণমূলের কিছু নেতাদের জ্বালাময়ী বক্তব্য মানুষের মনে সেই সব দিনের কথা মনে করিয়ে দেয়।

এদিকে গুজরাটের দুটি জেলাতে CAA লাগু করার কাজ শুরু হতেও চলেছে। ফলতঃ মানুষ দ্বিধাগ্রস্ত, আসলে কি হবে?

তবে গতিপ্রকৃতি যা বোঝা যাচ্ছে তাতে মনে করা যেতেই পারে যে আস্তে আস্তে সমস্ত বিজেপি শাসিত রাজ্যই CAA লাগু করার পথে হাঁটবে ফলে বাকি রাজ্যতেও আওয়াজ উঠবেই যে সর্বত্র CAA লাগু হোক।

এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগেই বলেছিলেন যে এই পশ্চিমবঙ্গেও CAA লাগু হবে। এখন দেখার বিষয় আগামী দিনে মমতা ব্যানার্জ্জী এ প্রসঙ্গে কি বক্তব্য রাখেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here