
পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতি : সপ্তাহান্তে করোনা গ্রাফে স্বস্তি,একদিনে রাজ্যে আক্রান্ত ১৪৯৯
নিজস্ব সংবাদদাতা : সপ্তাহান্তে স্বস্তি। দেশ জুড়ে আবারও ফিরে আসছে করোনার প্রকোপ, চিন্তায় আমরা সবাই। তারই মাঝে যেন খুশীর ঝলক, রাজ্যের করোনা গ্রাফ কিছুটা কমলো। রাজ্য স্বাস্থ্যদফতরের পরিসংখ্যান অনুযায়ী, এক দিনে রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ১৪৯৯। শুক্রবার সংক্রমিতের সংখ্যা ছিল ১৭৯৩। ১ দিনে মৃত্যু হয়েছে তিনজনের। এর মধ্যে উত্তরবঙ্গের একজন বাসিন্দা। চলতি বছর উত্তরবঙ্গে এই প্রথম করোনায় মৃত্যু। এর আগে মারা গেলেও এই বছর এই প্রথম কেউ মারা গেলেন।
আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে অবশ্য এদিন আক্রান্তের সংখ্যা শূন্য।ধারা মেনে আক্রান্তের শীর্ষে কলকাতা, কলকাতায় একদিনে ৫৫০ জন নতুন করে কোভিড আক্রান্ত। উত্তর ২৪ পরগনা আছে দ্বিতীয় স্থানে। সংক্রমিতের সংখ্যা ৪২৯। পুরুলিয়ায়ে সবচেয়ে কম সংক্রমণ। একদিনে মাত্র ১ জনের শরীরে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ মিলেছে।
slot deposit pulsa xl tanpa potonganslot deposit pulsa tanpa potongan 2022
যদিও রাজ্যের প্রশাসন সঠিক নজরদারি রাখছেন তাই স্বস্তি ফিরছে রাজ্যে।
এবার আমরা দেখেই আমাদের রাজ্যের পরিস্থিতি।
এক নজরে দেখে নেওয়া যাক আজকের পরিসংখ্যান
সুস্থ হয়েছেন ৪৮৩
মোট সুস্থ ২০,০২,১৫১
সুস্থতার হার ৯৮.৫০%
হোম আইসোলেশনে ৮৯৩১
হাসপাতালে ৩৫১
মৃত ৩
মৃত্যু হার ১.০৪%
মোট পজিটিভ কেস ২০,৩২,৬৬৩
নমুনা পরীক্ষা ১০,০৩৬
পজিটিভিটি রেট ১৪.৯৪%
আজকে ভ্যাকসিন ৪৬৭৩১
তবে আমাদের সকলকেই সতর্ক থাকতে হবে। সকলে মাস্ক ব্যবহার করুন আর নিজেরা সতর্ক থাকুন
নীচে আপনার মতামত জানান।
অনিশ (রিপোর্টার)