
শুভেন্দু অধিকারীর করা একটি পোস্ট ঘিরে আজ বাংলার রাজনীতিতে সোরগোল শুরু।
সেই পোস্টে বলা হয়
অবশেষে স্টিকার লাগানো বন্ধ !!!
ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না !!!
কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দপ্তরের একটি চিঠিতেই মাননীয়ার দর্প কুপোকাত। চিঠিতে রাজ্য সরকার কে পরিষ্কার বলে দেওয়া হয় যে প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম পরিবর্তন করলে অর্থ বরাদ্দ বন্ধ। প্রকল্পের নাম বদল করা হয়েছে কিনা তদন্ত করতে কেন্দ্রীয় প্রতিনিধি দল পরিদর্শনের জন্য পাঠানো হবে। ব্যাস অমনি বেলুন চুপসে গেছে। বাংলা আবাস যোজনা নামক প্রকল্প হওয়ায় উবে গেল !!!
তড়িঘড়ি ডিএম সাহেবদের নির্দেশ বিডিওদের যে কেন্দ্রীয় প্রতিনিধি দলের পরিদর্শনের জন্য পৌঁছানোর আগে যেন প্রধানমন্ত্রী আবাস যোজনার (PMAY) বাড়িগুলিতে সঠিক নাম ও লোগো ব্যাবহার করতে হবে। এমন কি লোগোর ডিজাইন ও পাঠিয়ে দেওয়া হয়েছে। রাতারাতি নাম পাল্টানোর জন্য প্রশাসন এখন উঠে পড়ে লেগেছে।
আমি কেন্দ্রীর পর্যবেক্ষক দলের কাছে অনুরোধ জানাবো তারা যখন তদন্তে যাবেন, তখন যেন নিজেরাই ঠিক করে নেন যে কোন কোন বাড়িগুলো পরিদর্শন করবেন, কারণ বিডিও সাহেবরা হয়তো আগে থেকে ঠিক করে রাখা বাড়িগুলি, যেখানে নাম বদলে দেওয়া হয়েছে এবং বাড়িওয়ালাদের শিখিয়ে দেওয়া হয়েছে যে কি বলতে হবে, এমন জায়গাতেই বেছে বেছে নিয়ে যাবেন।
প্রকল্পের উপভোক্তাদেরও অনুরোধ করব আপনার বাড়ির নাম যদি কেউ পরিবর্তন করতে আসে তাহলে তাদের তা করতে দেবেন না। যেমন নাম লেখা আছে তেমনই থাকুক। আসল সত্য এবার উন্মোচিত হোক।
আবাস যোজনায় পশ্চিমবঙ্গের জন্য যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি ৪০ লক্ষ আবাসন বরাদ্দ করেছেন। তার পরেও কি ভাবে মমতা ব্যানার্জি প্রকল্পের নাম বদলে নিজের বলে চালাচ্ছিলেন তা উপভক্তা সহ বাংলার মানুষ দেখুন।
এবার ৪০ লক্ষ নাম পাল্টাতে হবে বিডিওদের !!!
এই লেখার পরে তৃণমূল কংগ্রেসের কেউই এখনও সেভাবে প্রতিক্রিয়া দেখান নি।
আমাদের নজর থাকবে আগামী দিনে এই বিষয়ে। আপনারা নজর রাখুন রুদ্রবার্তায়।
কমেন্টস করে যাবেন।