
স্ত্রীকে নির্মম ভাবে খুন করে আত্মহত্যার চেষ্টা স্বামীর।
ওয়েব ডেস্কের খবরঃ- বীরভূমের ময়ূরেশ্বর থানার অন্তর্গত শেলাহাট গ্রামের ঘটনা।
নিজের স্ত্রীকে নির্মমভাবে খুনের
অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। তার পর নিজেও বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন স্বামী।
স্থানীয় সূত্রে খবর অনুযায়ী, রবিবার শেলাহাটের বাসিন্দা অজিত ভল্লা তার স্ত্রী ছবি ভল্লাকে আক্রমণ করেন ধারালো অস্ত্র দিয়ে।
প্রথমে অজিতের আঘাতে বউয়ের আঙুল কেটে যায় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় স্ত্রীকে ছটফট করতে দেখেও স্বামীর রাগ কমেনি,উল্টে আরও ক্ষিপ্ত হয়ে স্ত্রীর শরীরের একাধিক অংশে অস্ত্রের কোপ মারেন। স্থানীয়রা ক্ষতবিক্ষত অবস্থায় ছবিকে হাসপাতালে ভর্তি করলেও সেখানেই তাঁর মৃত্যু হয়।
অন্য দিকে, স্ত্রীকে খুন করার পর হয়তো অনুশোচনায় নিজেও বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন অজিত ভল্লা। কিন্তু ভাগ্যক্রমে বেঁচে যান। তবে এখন তিনি আশঙ্কাজনক অবস্থায় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।
স্থানীয় বাসিন্দার দের অভিযোগ, অজিত তাঁর স্ত্রীর হাতে আঘাত করেন প্রথমে। ধারালো অস্ত্রের কোপে তাঁর একটি হাতের কয়েকটি আঙুল কেটে পড়ে যায়। তার পরেও তাঁকে কুপিয়ে চলেন অজিত!
এমনিতে শান্ত স্বভাবের এই দম্পতির মধ্যে তবে কী কারণে এমন ঘটনা ঘটল, তা বলতে পারেননি পরিবারের লোকজন, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ক্রোধ যে মানুষকে পাশবিক করে তোলে তার উদাহরণ যেন এই ঘটনা। খতিয়ে দেখা হচ্ছে অন্যান্য সব সম্ভাবনাও।
এই বিষয়ে আপনাদের মতা মত জানান…
রিপোর্টারঃ- মনীষা