বাড়ছে করোনা চিন্তায় রাজ্য সরকার

করোনার প্রভাব বাড়ছে,চিন্তায় রাজ্য সরকার

সারা বিশ্বে করোনার তৃতীয় ঢেউ আস্তে আস্তে আছড়ে পরছে। আমাদের দেশ ভারতবর্ষেও তার প্রভাব পরা শুরু হয়ে গেছে। আবারও বিভিন্ন রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। মহারাষ্ট্র, দিল্লির পাশাপাশি পশ্চিমবঙ্গেও বাড়ছে করোনা।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে জানানো হয় আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে ৩.১ শতাংশ হয়েছে করোনার হার। যদিও অন্যান্য অনেক রাজ্যে এর কাছাকাছি আছে বা বেশীও আছে। তবুও এই রিপোর্টের পরে নড়েচড়ে বসেছে রাজ্য সরকার।
এই রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জ্জী জানিয়েছেন তিনি বিষয়টি নিয়ে চিন্তিত, যদিও এখনই স্কুল কলেজ বন্ধ করা হবে কিনা তা স্থির করেন নি। তবুও তিনি বিষয়টি নিয়ে তাঁর বিশেষজ্ঞ কমিটির সাথে আলোচনা করছেন।
কলকাতা পৌরসভা নির্বাচনের সময় যেভাবে করোনা বিধি অলঙ্ঘিত হলো তাতে একটা আশংকা ছিলোই যে কলকাতায় করোনা ছড়াবে তার সাথে সাথে বড়োদিন পালনের নামে পার্ক স্ট্রিট এলাকায় পঁচিশে ডিসেম্বর যা হলো তা করোনাকে আমন্ত্রণ জানানো ছাড়া আর কিছু নয় বলেই রুদ্রবার্তার তরফ থেকে আশঙ্কা করা হয়েছিলো।
আপাতত রাজ্য সরকার এখনই কোনো সিদ্ধান্ত নেন নি যে কি পদক্ষেপ নেবেন তবে চিন্তার ভ্রুকুটি কিন্তু দেখা দিচ্ছে সচেতন সমাজের কপালে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here