মাস্কের আড়ালেই সুস্থতা

মাস্কের আড়ালেই সুস্থতা

গোটা বিশ্ব জুড়ে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পরছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO জানিয়েছে যে করোনার ঢেউ এবার সুনামীর রূপ নিতে চলেছে।
আমাদের দেশ ভারতবর্ষ জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের দ্বিতীয় স্থানে আছে, তাই আমাদের ভয়ের যথেষ্ট কারন আছে। যদিও ভ্যাক্সিন আমাদের দেশের অধিকাংশ দেশবাসীকে দেওয়া হয়ে গেছে যার মধ্যে প্রথম ডোজ বেশী, সাথে সাথে নিজেদের দেশের ভ্যাক্সিন কোভিশিল্ড আর কোভ্যাক্সিন যথেষ্ট আছে। তবুও চিন্তায় ফেলছে তৃতীয় ঢেউ নিয়ে কারন এর সংক্রামণের হার খুব বেশী।
একদিকে যেমন ওমিক্রনের সংখ্যাও বাড়ছে দেশ জুড়ে তেমনিই করোনার সংক্রামণ বাড়ছে।
আমাদের রাজ্যে ঢিলেঢালা ব্যবস্থায় আরও চিন্তার কারন বাড়ছে। এ রাজ্যে বড়োদিনে যে ঢেউ আমরা দেখলাম কলকাতায় তা বুঝিয়ে দিয়েছে আমাদের সচেতনতা ঠিক কোথায় আছে।
কলকাতায় ওই জন প্লাবণ একটা ঈঙ্গিত দিয়েই দিয়েছে যে আমরা জেনেশুনে বিষ পানে কতোটা উদগ্রীব। যখন সব রাজ্য চিন্তায় আছে তখন আমাদের রাজ্যে কি করে যে এতো ছুট দেওয়ায় হলো সে প্রশ্ন রুদ্রবার্তায় বারবার থাকে।
এই অবস্থায় আমাদের নিজেদের সুরক্ষা নিজেদেরই ভাবতে হবে। তাই সাবধান নিজেকেই হতে হবে সাথে সাথে সবাইকে সাবধান করতেও হবে।
আর সাবধানতার প্রথম এবং প্রধান হাতিয়ার হলো মাস্ক।
তাই মাস্ক ব্যবহারটা জামা কাপড় ব্যবহারের মতোই অনিবার্য করে তুলতে হবে। বাইরে বেড়ালেই জামা কাপড় পরে মাস্কটাও পরে নিলেই ঝামেলা শেষ।
আর এড়িয়ে চলুন ভীড়।
নববর্ষ পালন করুন কিন্তু সাবধানে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here