বিধান নগরে ভ্যাটে বিস্ফোরণ, আহত দুই শিশু।
বিধান নগরে গতকাল একটি ময়লা ফেলার জায়গা বা প্রচলিত ভ্যাটের সামনে দুই শিশু খেলা করছিলো। খেলতে খেলতে হঠাৎই কিছু হাতে লেগে ঘটে যায় বিস্ফোরণ। দুই শিশু আহত হয়ে পরে। বিকট শব্দের আওয়াজে লোকজন ছুটে এসে আহত দুই শিশুকে তুলে নিয়ে হাসপাতালে ছোটেন।
শিশুদের বাড়ির লোকেরা হতবাক হয়ে গেছেন এবং তারা খুবই শোকার্ত। এলাকাবাসীও আতঙ্কিত কারন এরকম একটি জনবহুল এলাকায় কে বা কারা কি রেখেছিলো এটা নিয়েই প্রশ্ন উঠছে।
এ প্রসঙ্গে বিরোধী দলের বক্তব্য, কলকাতা পৌরসভার নির্বাচনের জন্য এসব তৃণমূলের হার্মাদরা এনে রেখেছিলো। যদিও এলাকার বিধায়ক জানিয়েছেন এটা একটা দুর্ঘটনা কিন্তু রুদ্রবার্তার প্রশ্ন একটাই বিস্ফোরণটা দুর্ঘটনা কি করে হয়.? বিস্ফোরক কি ছিলো.? কারাই বা রাখলো.?
পুলিশ তদন্ত করছে, ফরেন্সিক ডিপার্টমেন্ট ওই স্থানের সমস্ত নমুনা সংগ্রহ করে নিয়ে গেছে।
এবার অপেক্ষা, কি জানা যায়।