প্রবল ইচ্ছাশক্তি থাকলে জয় করা সহজ হয়

প্রতিবন্ধকতা যখন দারিদ্র্যতা হয়, ইচ্ছাশক্তি প্রবল থাকলে তাকেও জয় করা সহজ হয়।

১১ বছরের এই ছোট্ট পাহাড়ি মেয়েটির নাম রেহা বালোস। স্থানীয় আন্তঃস্কুল ক্রিড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে সে তার বাবা মাকে একটি জুতো কিনে দিতে বলে কিন্তু বাবা মা সেটি কিনে দিতে পারেনি । কিন্তু এই লড়াকু মেয়ে থেমে থাকার পাত্র নয়,বাকি প্রতিয়োগিরা যখন দামি জুতো পড়ে মাঠে নামে তখন রেহা পায়ে টেপ পেঁচিয়ে তার ওপর #Nike ✓ লিখে মাঠে নামে এবং ৪০০,৮০০ ও ১৫০০ মিটার দৌড় প্রতিযোগিতায় তিনটি সোনার মেডেল জয় করে সবাইকে অবাক করে।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here