মহিলাদের একাউন্টে পাঁচ হাজার টাকা

গ্রামীণ মহিলাদের জন্য বিরাট ঘোষণা মোদী সরকারের। এবার ওভার ড্রাফট পাবেন মহিলারা।

গ্রামীণ মহিলাদের জন্য বিরাট সুযোগ এনে দিলো কেন্দ্রের মোদী সরকার। এবার থেকে গ্রামীণ মহিলারা যাদের জনধন যোজনায় ব্যাঙ্কের একাউন্ট আছে তারা তাদের জমা রাশির চেয়েও বেশী টাকা তুলতে পারবেন ওভার ড্রাফটের সুবিধার ফলে।
প্রায় পাঁচ হাজার টাকা অবধি তারা টাকা তুলতে পারবেন। তবে বাড়তি টাকাটা তাদের পরিশোধ করতে হবে।
এক্ষেত্রে ব্যাংক কিছু চার্জও নেবে।
এবার জেনে নেওয়া যাক, ওভার ড্রাফট কি.?
আসলে ব্যাঙ্কিং সিস্টেমেই রয়েছে এই সুবিধা যদিও এই সুবিধা আগে কারেন্ট একাউন্ট হোল্ডাররাই পেতেন বা ব্যাঙ্কের সু নজরে থাকা ব্যবসায়ীরা। ফলত মাঝেমধ্যে তারা ওভার ড্রাফটের মাধ্যেমেই চট করে slot server kamboja কিছু বাড়তি টাকা নিয়ে কাজ মিটিয়ে নিতে পারতেন যেমন জমা রাশির চেয়েও বড়ো টাকার চেক কাটলে ব্যাঙ্ক বুঝলে তা মঞ্জুর করে দেন। সেই বাড়তি টাকা কিছু চার্জ সমেত নির্দিষ্ট সময়ে জমা করে দিতে হতো।
সেই ওভার ড্রাফটের সুযোগ পেতে চলেছেন জন ধন যোজনায় ব্যাঙ্কে একাউন্ট খোলা সাধারণ মহিলারা।
কারা পাবেন এই ওভার ড্রাফট?
গ্রামের মহিলারা যারা সেল্ফ হেল্ফ bonus new member গ্রুপ করেছেন তারাই তাদের ব্যবসার জন্য বা জরুরি কালীন হিসাবে ওই ওভার ড্রাফট পেতে পারেন, ব্যাঙ্কের বা ফিনান্সিয়াল সংস্থা থেকে।
ফলে চড়া সুদে গ্রামীণ মহিলারা আর কোথাও ঋণের জন্য দৌড়াবেন না।
মোদী সরকারের এই সিদ্ধান্তে স্বভাবতই খুশীর ঝলক দেখা যাবে গ্রামীণ মহিলাদের মধ্যে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here